শাকিব খান কি আসলেই ফাঁকা মাঠে গোল দিচ্ছে

0
20

শাকিব খান কি আসলেই ফাঁকা মাঠে গোল দিচ্ছে?…..অনেকেই শাকিব খানকে এটা বলে ছোট করে যে সে নাকি ফাঁকা মাঠে গোল দিচ্ছে।আগের নায়করা ভরা মাঠে গোল দিতো।কিন্তু শাকিব ফাঁকা মাঠে গোল দিয়ে সুপারস্টার হয়ে গেছে।তারা ইলিয়াস কাঞ্চন,রুবেল,মান্নাদের উদাহরণ দেয়।এক্ষেত্রে ইলিয়াস কাঞ্চনের ব্যাপারটা আলাদা।কারণ তিনি রাজ্জাক,জসীম থেকে শুরু করে সালমান শাহ্,রুবেল,মান্নাদের সময়ে এসেও ডমিনেট করে গেছেন।রাজ্জাক-কাঞ্চনের সাথে আমি শাকিবকে কোনোভাবেই তুলনা করবো না।কারণ তারা কিংবদন্তি।কিন্তু অনেকের মতে বাংলাদেশের সর্বশেষ সুপারস্টার নাকি মান্না।মান্না মারা যাওয়াতে নাকি শাকিব সুপারস্টার হয়েছে।মান্নার সময়ে রিয়াজ,ফেরদৌস,শাকিল খান,আমিন খান সহ অনেক নায়ক ছিলো।কিন্তু শাকিবের সময়ে নাকি কেউ নেই।এখন একটু বিশ্লেষণ করা যাক।মান্না মারা গেছেন ২০০৮ সালের ফেব্রুয়ারিতে।তাই ধরা যাক ২০০৮ পর্যন্ত মান্নার সময়।কিন্তু ২০০৭ সালেই বিভিন্ন পত্রিকায় বড় করে ক্যাপশন দিয়ে লেখালেখি হয়েছিলো কে সেরা মান্না নাকি শাকিব খান?তার মানে মান্না থাকাকালীন সময়েই শাকিব খান নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছিলেন।তাছাড়া ঐ সময়ে শাকিব খান ১০ লাখ টাকা পারিশ্রমিক হাঁকিয়েছিলেন।তাহলে বুঝা গেল শাকিব ফাঁকা মাঠের খেলোয়াড় নন।মান্নার সময়কালে রিয়াজ,ফেরদৌস,আমিন খানরা ছিলেন তুমুল জনপ্রিয় নায়ক এবং শক্তিমান অভিনেতা।কিন্তু এবার দেখা যাক এই নায়করা শাকিবের সময়ে ছিলো কিনা।শাকিব হেটার্সদের মতে মান্নার মৃত্যু পরবর্তী সময়ে অর্থাৎ ২০০৮ সাল থেকে মাঠ ফাঁকা পেয়ে নাকি শাকিব সুপার স্টার হয়ে গেছে।কিন্তু শাকিবের সময়েও জনপ্রিয় নায়ক রিয়াজ অভিনয় করে গেছেন।নায়ক হিসেবে সম্ভবত রিয়াজের সর্বশেষ ছবি ‘লোভে পাপ পাপে মৃত্যু'(২০১৪ সাল)।জনপ্রিয় নায়ক আমিন খানও ২০১৮ সালে অভিনয় করেছেন ‘অবতার’ সিনেমায়।জনপ্রিয় নায়ক শাকিল খানের সর্বশেষ ছবি ‘অবুঝ বউ’ (২০১০ সাল)।জনপ্রিয় নায়ক ফেরদৌস কিছু দিন আগেও ‘সুজন মাঝি’ সিনেমা করলেন।তাহলে এবার আপনারাই বলুন শাকিব কি ফাঁকা মাঠে দৌড়েছিলো এবং এখনও দৌড়াচ্ছে?তাছাড়া শুভ,বাপ্পি,সিয়াম,সায়মন,ইমন,নীরব,অনন্তসহ অসংখ্য নায়ক শাকিবের সময়ে অসংখ্য ছবি করেছে এবং করে যাচ্ছে।তাহলে শাকিবের মাঠ ফাঁকা কিভাবে।এখন কেউ যদি শাকিবকে পিছনে ফেলতে না পারে তাহলে কি শাকিবের দোষ? সর্ট ফিল্ম,ওয়েব সিরিজ,আধুনিক নাটক,সিরিয়ালসহ শত শত কন্টেন্টের যুগে এসেও শাকিব খানের ছবি হাউজফুল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here