নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক বলেন,
‘তামিম ইকবাল ২০১৫ সালে ইংল্যন্ড ম্যাচে ক্যাচ ফেলে দেয়, যদিও ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সেই ক্যাচ ফেলে দেয়ার জেরে মাঠের বাহিরে তামিমের সাথে সাকিবের কথা কাটাকাটি হয়। সাকিব এক পর্জায় তামিমকে ধাক্কা দিয়ে বসে। তামিম ক্ষুব্ধ হয় এবং সিধান্ত নেয় সাকিবকে শিক্ষা দেয়ার। পরিকল্পনা অনুযায়ী তামিম সাকিবের হোটেল রুমে ঢুকে সাকিবের স্ত্রীর জন্য কেনা ১ লক্ষ টাকার ঘড়ি, ১ ভরি ওজনের সোনার নেকলেস , ১টি চেক বুক নিয়ে সটকে পরে। পরবর্তিতে জানা যায় নেকলেস ও ঘড়ি সিডনির এক জলাশয়ে ফেলে দেন তামিম। ১ সপ্তাহ পরে অবশ্য পাপন ভাইকে দিয়ে চেক বুক ফেরত ও গিফটের সমমূল্যের টাকা তামিম পরিশোধ করে। এরপর থেকেই দুই বন্ধুত্বে ফাটল ধরে বলে মনে করেন বিসিবির সেই পরিচালক।