নিউজ বার্তা । বাংলা নিউজ পেপার ওয়েবসাইট

নির্দেশনার ‘চাপ’ নিয়ে ফিরলেন ডিসিরা

নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার চেষ্টা, জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকা, কিশোর গ্যাং নির্মূলসহ একগুচ্ছ নির্দেশনা নিয়ে নিজেদের কর্মস্থলে ফিরলেন জেলা প্রশাসকরা। ঢাকায় চার দিনের ডিসি সম্মেলনের বিভিন্ন অধিবেশনে এসব নির্দেশনা দিয়েছেন সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা। গতকাল বুধবার শেষ হয়েছে এবারের ডিসি সম্মেলন। সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যরা।সংশ্লিষ্টরা জানান, সরকারের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসকদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন দায়িত্বশীলরা। এর মধ্যে জেলা প্রশাসনের নিয়মিত কর্মকাণ্ড যেমন রয়েছে, তেমনি সরকারের রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে এ সম্মেলনের মধ্য দিয়ে ডিসিদের ওপর এক ধরনের চাপ তৈরি হয়েছে। এই চাপ বা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারলে সাধারণ মানুষ মাঠ প্রশাসনের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাবে বলে মনে করেন বিশ্লেষকরা।

Exit mobile version