নিউজ বার্তা । বাংলা নিউজ পেপার ওয়েবসাইট

গ্রাম থেকে এসে ফকিরের বাচ্চারা সীমা অতিক্রম করেছে। শেখ হাসিনার নির্দেশ পেলে স্মরণকালের সর্বোচ্চ ক্ষমতাটা দেখাতে চাই।৭১ এ ছাত্রলীগ অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে। এবার অস্ত্র হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কে রাজাকারের বাচ্চামুক্ত করার নির্দেশ চাই।আমরা অস্ত্র হাতে নেওয়ার অনুমতি চাই।ওই নিমকহারামের বাচ্চারা ঢাকা শহরে এক রাত ঘুমানোর জায়গা পাবে না। একটা নির্দেশ চাই নেত্রীর কাছে! বিগত ১০ বছর ওরা ছাত্রলীগকে দেখে নাই আসলে। এখন দেখানোটা জরুরি।

Exit mobile version