নিউজ বার্তা । বাংলা নিউজ পেপার ওয়েবসাইট

চান্দিনায় মানবতা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় স্বেচ্চায় রক্তদাতাদের সংগঠন মানবতা এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মমতাজ আহমেদ ভবন প্রাঙ্গণে ওই কর্মসূচি হয়। সকাল থেকে দিন ব্যাপী ১২৫ জন ছাত্র-ছাত্রীর ব্লাড গ্রুপ নির্ণয় করে তালিকাভুক্ত করেছে সংগঠনটি। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এসব দাতাদের কাছ থেকে বিনামূল্যে রক্ত নিয়ে রোগীদের প্রদান করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া ক্যাম্পেইনের উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক রীতা রানী সরকার, প্রভাষক কাউসার আলম, মো. আলাউদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, সংগঠনের দায়িত্বশীল জোবায়ের হোসেন জীবন, মো : নাঈম, সাকিব,বাছির, আয়শা, দুর্জয়, মুশফিক, পাভেল, শুভ, ফারিয়া, তিশা প্রমুখ

Exit mobile version