মসজিদে ইফতারি খাওয়া নিষিদ্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে এই ঘোষণা দিয়েছে দেশটি।ইফতারির জন্য আনা খাবারে মসজিদের পরিচ্ছন্নতা নষ্ট হয়। এ বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, গত সপ্তাহে ইসলাম বিষয়ক মন্ত্রণালয় একটি নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, “সৌদি আরব সরকার নির্দেশনা দিচ্ছে ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”