গফরগাঁও নিউজ; গফরগাঁওয়ের পাগলা থানা হতে ত্রিমোহনী রাস্তা পাকা করণ করা হয় এতে অনেক ব্রিজ ও কালর্বাড বসানোর প্রয়োজন পরে এবং ঠিকাদার কিছু ব্রিজ করেন, তার মধ্যে পুলেরঘাট বাজারের ব্রিজটি ও তারা করেন, কিন্তু গাড়ি চলাচলের জন্য রাস্তা করা হয়নি কিংবা রাস্তা করার কোনো উপায় ও নেই, এতে এলাকাবাসী নানান মত প্রকাশ করেন, এলাকাবাসী জানান যে এত এত টাকা খরচ করে ব্রিজ করে রাস্তা করা হয়নি তাতে সবার চলাচলের জন্য নানান সমস্যার কারণ হয়ে উঠে অনেক সময় দেখা যায় এক্সিডেন্ট ও হয় মানুষের হতাহতের ঘটনাও ঘটে